নিউইয়র্কে এ বছরে নয় পুলিশের আত্মহত্যা
নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) আরেক সদস্য আত্মহত্যা করেছেন। ১৪ আগস্ট বিকেলে কুইন্সে নিজ বাড়িতে এনওয়াইপিডি কর্মকর্তা রবার্ট ইচেভেরিয়া (৫৬) নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এ নিয়ে এ বছর নিউইয়র্কে নয়জন পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে মাত্র এক সপ্তাহের মধ্যে। বিশ্বের ব্যস্ততম নগরী নিউইয়র্কে পুলিশ সদস্যদের এমন আত্মহত্যার ঘটনা নানা মহলকে ভাবিয়ে তুলেছে।
ঘটনার দিন রবার্টের স্ত্রী বেডরুমে গুলির আওয়াজ পান। ৯১১ নম্বরে কল করলে দ্রুতই জরুরি বিভাগ কুইন্সের বাড়িটিতে পৌঁছায়। রবার্টকে বিছানায় রক্তাক্ত অবস্থায় নিজের বন্দুকসহ পড়ে থাকতে দেখা যায়। পরে নর্থশোর হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মেয়র ডি ব্লাজিও ১৪ আগস্ট রাতে এ সম্পর্কিত এক টুইট বার্তায় বলেন, ‘পুরো নগরী একটি বেদনাবহ ঘটনার জন্য বিলাপ করছে আজ। আমরা কাউকেই একা ভোগতে দেব না।’
এনওয়াইপিডির এক বিবৃতিতে দুঃখ ও সহমর্মিতা জানিয়ে বলা হয়েছে, যেকোনো ব্যক্তিগত সমস্যার জন্য মানসিক জটিলতা সম্পর্কিত বিভাগে সাহায্যের দ্বার সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে এ সুযোগ নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে।
রবার্ট ইচেভেরিয়া ২৫ বছর থেকে এনওয়াইপিডিতে কর্মরত ছিলেন। একজন ভালো পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম ছিল। পারিবারিকভাবেও একজন শান্ত ও সুখী মানুষ হিসেবে তাঁকে সবাই জানতেন। নগরীর পুলিশ কমিশনার জেমস ও’নিল এনওয়াইপিডি কর্মকর্তাদের বা বিভাগের যেকোনো কর্মচারীকে মানসিক সমস্যার জন্য বিভাগীয় হটলাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।