নিউইয়র্কে কর্মজীবীদের সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে হবে

করোনার টিকা
ফাইল ছবি: রয়টার্স

নিউইয়র্ক নগরের কর্মকর্তা-কর্মচারীদের আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনার টিকা নিতে হবে। তা না হলে তাঁদের প্রতি সপ্তাহে করোনার পরীক্ষা করাতে হবে। নগরের মেয়র বিল ডি ব্লাজিও ২৬ জুলাই এ কথা জানিয়েছেন।

মেয়র ব্লাজিও বলেছেন, নগরের বিভিন্ন বিভাগে কর্মরত ৪৫ হাজার কর্মজীবীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সরাসরি নগর কর্তৃপক্ষই কেবল নয়, নগর নিয়ন্ত্রণাধীন যেকোনো বিভাগের কর্মরত লোকজনের ক্ষেত্রে এ নির্দেশ কার্যকর হচ্ছে।

২০২০ সালের মার্চে করোনার শুরুর প্রথম ধাক্কায় নিউইয়র্ক মৃত্যুপুরী হয়ে উঠেছিল। সে সময় প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এমন নাজুক অবস্থা থেকে নিউইয়র্ক বেরিয়েও এসেছে দ্রুত। স্বাস্থ্য সতর্কতা, লকডাউন কড়াকড়িভাবে অনুসরণ করার ফল পেয়েছে নিউইয়র্ক। যদিও রূপান্তরিত ডেলটা ভাইরাস নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় যেখানে টিকা নেওয়া লোকজনের অনুপাত কম, সেসব স্থানে ডেলটা ভাইরাসের সংক্রমণ নিউইয়র্কবাসীকে নতুন করে উদ্বেগে ফেলেছে।

নিউইয়র্ক নগরে ৬৫ শতাংশ লোকজন এর মধ্যেই টিকা গ্রহণ করে ফেলেছে। নগর ও রাজ্য কর্তৃপক্ষ থেকে টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা দ্রুততার সঙ্গে ৭০ শতাংশের ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নগরের বিভিন্ন লোকজনকে এখন অনেকটা বাধ্য হয়েই সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণ করতে হবে অথবা কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য প্রতি সপ্তাহে টেস্টিং করার মধ্য দিয়ে যেতে হবে।