নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন ৯ নভেম্বর
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও মাসিক চাঁদা পরিশোধের সময়সীমা বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে সাধারণ সভা ও নির্বাচনের তারিখ আগামী ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ১৪ অক্টোবর কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।
কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় প্রেসক্লাবের সাধারণ সদস্যদের পক্ষ থেকে বকেয়া চাঁদা পরিশোধ ও সাধারণ সভার সময়সীমা আরও কিছুদিন বাড়ানোর দাবি ওঠে। পরে ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সবার সম্মতিতে নতুন তারিখ চূড়ান্ত করা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ নভেম্বর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদা পরিশোধ করা যাবে ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার পর্যন্ত।
সভায় কার্যনির্বাহী পরিষদের সবার মতামতের ভিত্তিতে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ক্লাবের উপদেষ্টা মনজুর আহমেদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন আনোয়ার হোসেইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের।
প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, অর্থ সম্পাদক মমিন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, নির্বাহী সদস্য শেখ সিরাজ ও রশীদ আহমদ।