নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠিত
নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১৩ আগস্ট সন্ধ্যায় নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক আমিনুর রাহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম টফি, মমিনুল হক মামুন, সদস্যসচিব সাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্যসচিব শাহরিয়ার আহমেদ। সদস্য ইকবাল হোসেন, আবদুল কাদের, আনোয়ার হোসেন, খায়রুজ্জামান শামীম। সংগঠনের নেতারা জানিয়েছেন, নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর এই আহ্বায়ক কমিটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এই কমিটি ও খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদ যৌথভাবে আটলান্টিক সিটিতে বিএনপির কর্মসূচি পালন করবে।