পার্কচেস্টার মসজিদে নির্বাচন ২১ মার্চ

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনকের নির্বাচন আগামী ২১ মার্চ রোববার অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারির মধ্যে ২০২০ সালের সদস্যরা নির্ধারিত ফি জমা দিয়ে নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন শেষে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে।

১০ জানুয়ারি অনুষ্ঠিত পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে যৌথ সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

যৌথ সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য আবদুল হাসিম, কায়সারুজ্জামান, মো. ইয়াহিয়া মেন্দী ও এমডি আলাউদ্দিন আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, নির্বাচন কমিশন সচিব নজরুল হক, নির্বাচন কমিশনার আলমাছ আলী ও সালিক সিকদার।

সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু বকর চৌধুরী, সদস্য সিরাজ উদ্দিন আহমদ ও সদস্য শাফকাত চৌধুরী শাহরিয়ার এবং নির্বাচন কমিশনার আবদুল ওয়াহিদ চৌধুরী অনুপস্থিত ছিলেন।

ট্রাস্টি বোর্ড সূত্র জানায়, ২০২০ সালের ফি পরিশোধ সদস্যরাই কেবল ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফি ১২০ ডলার জমা দিয়ে নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া মসজিদের আজীবন সদস্যরা ভোটার হিসেবে গণ্য হবেন। তবে ৩১ জানুয়ারির মধ্যে এককালীন ১ হাজার ২০০ ডলার ফি জমা দিয়ে নতুন আজীবন সদস্য হয়ে নির্বাচনে ভোটার হতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন শেষে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তরের পর কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।