পেনসিলভানিয়ায় বিয়ানীবাজার সমিতির বনভোজন
আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট পেনসিলভানিয়ার কর ক্রিক পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে অতিথি ছাড়াও পাঁচ শতাধিক প্রবাসী বিয়ানীবাজারবাসী অংশ নেন।
সকালের নাশতা, দুপরের খাবার আর বিকেলের নাশতাসহ দিনব্যাপী আয়োজিত বনভোজনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল—শিশু-কিশোর-কিশোরীদের দৌড়, নারীদের জন্য বালিশ খেলা, পুরুষদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতা, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আকর্ষণীয় র্যাফল ড্র।
বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। সংগঠনের সভাপতি মাশুকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খসরুজ্জামান রাজুর সঞ্চালনায় এই পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া পেনসিলভানিয়ায় বসবাসরত বিয়ানীবাজারের কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ নানু, সাবেক সভাপতি জসিম উদ্দিন চুনু, ব্যবসায়ী কয়ছর জাহান, ফারুকুজ্জামান, তজম্মুল হক, আবদুর রাজ্জাক, আমেরিকায় বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাকটিভিস্ট বেলাল আহমেদ চৌধুরী, আপার ডারবির সিটি কাউন্সিলম্যান মনসুর আলম মিটু, আলফাস খান, শমসুল ইসলাম খান, তাজুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, খায়ের মিয়া, বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজসেবক ইউসুফ জুলকারনেইন প্রমুখ।
অতিথিরা এ রকম একটি মনোরম পরিবেশে সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তাঁরা বলেন, এ রকম আয়োজন বিয়ানীবাজারবাসীর অতীত সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। বিয়ানীবাজারবাসীর সঙ্গে অন্যান্য কমিটির সম্পর্কের সেতুবন্ধন স্থাপিত হবে।
আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কার্যকরী পরিষদের সদস্য আবেদিন জয়নাল, আইনুল ইসলাম, মোস্তফা বাদল, জাকির, আফিকুল খান, সাহিদুর রহমান, জাফর আহমেদ, মোসাম্মৎ বেবী, মোহাম্মদ জিয়াউদ্দিন, মো. একলাছ উদ্দিন, আলীম উদ্দিন, আসাদুজ্জামান, মো. সাহেদুর রহমান।