আজ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সিলভার আই নর্থ আমেরিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের আয়োজক ক্রিয়েটিভ মাইন্ড মিরর-সিএমএম। এতে অন্তত ১২টি দেশের ২০টি শর্ট ফিল্ম ও দুটি বিশেষ চলচ্চিত্র এবং তিনটি নাটক প্রদর্শিত হবে। উৎসবে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র বোদ্ধা, নির্মাতা, পরিচালক, অভিনয়শিল্পী ও সমালোচকেরা অংশ নেবেন। পুরো উৎসবটি আইএমডিসি সিলভারস্ক্রিন ভার্চুয়াল মাল্টিপ্লেক্সে দেখা যাবে।
১৮ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করবেন নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রনধির যশোয়াল। উদ্বোধনী পর্বে আলোচক হিসেবে থাকবেন ভারতীয় আমেরিকান চলচ্চিত্রকার মিরা নায়ার, ভারতীয় অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন, অভিনয়শিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জি, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মার্কিন চলচ্চিত্র নির্মাতা আন্দ্রে ওয়েস, থিয়েটার স্কলার ফারলে রিচমন্ড ও ইতালির পরিচালক অ্যান্টোনিও তিবালদি।
উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে থাকবে ওস্তাদ রশীদ খান ও তাঁর ছেলে আরমান খানের যুগলবন্দী ও বিরশা চ্যাটার্জির জ্যাজ পরিবেশনা। এ ছাড়া ইন্দো-ওয়েস্টার্ন ড্যান্স গ্রুপ সাফেয়ার ক্রিয়েশনের নাচের পরিবেশনা থাকবে।
তিন দিনব্যাপী উৎসবের বিভিন্ন পর্বে আরও অংশ নেবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, সাহেব চ্যাটার্জি প্রমুখ। উৎসবে অপর্ণা সেনের ছবি ‘সোনাটা’ ও বাংলাদেশের তরুণ নির্মাতা চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবর খানের শর্টফিল্ম ‘সি ইউ’সহ ভারত, বাংলাদেশ, ব্রাজিল, জার্মানি, বেলজিয়াম, স্পেন, গ্রিস, পোল্যান্ড, কিরগিজস্তান ও মিয়ানমারের ২৩টি ছোট-বড় চলচ্চিত্র, তিনটি নাটক ও একটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ফিল্ম প্রদর্শিত হবে।
২০ সেপ্টেম্বর উৎসবের শেষ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে নিরীক্ষাধর্মী পরিবেশনা এবং সারোদ-রিসাইটাল পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
আয়োজকেরা জানান, কোভিড-১৯ মহামারির কারণে উৎসবটি সম্পূর্ণভাবে ভার্চুয়াল পরিসরে অনুষ্ঠিত হবে। তবে প্রযুক্তির দিক দিয়ে এমনভাবে উৎসবটি সাজানো হয়েছে, যাতে দর্শকেরা স্বাভাবিক উৎসবের মতোই আমেজ পাবেন।
উৎসবের আয়োজক ক্রিয়েটিভ মাইন্ড মিররের কর্ণধার চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণা দাসদত্ত জানান, প্রথমবারের মতো সিলভারআই নর্থ আমেরিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে। তিনি বলেন, ‘বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো উৎসবটি অনুষ্ঠিত হবে। তবে ভার্চুয়াল হলেও আয়োজনে সশরীরে উপস্থিত থাকার একটি আমেজ পাবেন দর্শকেরা।’
উৎসবের অন্যতম আয়োজক পিনাকি দত্ত বলেন, করোনা মহামারির কারণে কোথাও কোনো উৎসব-অনুষ্ঠান হচ্ছে না। সবকিছু বন্ধ রয়েছে। এ অবস্থায় আমরা অনলাইন প্ল্যাটফর্মে ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন দেশের খ্যাতিমান চলচ্চিত্রকার, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র বোদ্ধাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করছি আমাদের আয়োজন সফল হবে।
আয়োজকেরা জানান, সিলভার আই নর্থ আমেরিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে আগ্রহীদের ১৫ ডলার মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের লিংক—https://www.silverscreenus.com/event-details/silvereye-iff-2020
তিন দিনব্যাপী এ ফিল্ম ফেস্টিভ্যালের সহযোগী আয়োজক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার শিকাগো, নিউজার্সির কল্লোল, কানাডার টরন্টো সংস্কৃতি সংস্থা, যুক্তরাজ্যের বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ার বেঙ্গলি সিনে ক্লাব। ব্যবস্থাপনা সহায়তা দিচ্ছে সৃষ্টি নিউজার্সি। উৎসবের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে জিএভিএস। ডায়মন্ড স্পনসর কাইন্ডার কাইন্ড এবং গোল্ড স্পনসর হিসেবে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।