মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্বীকার করেছেন, প্যারিসের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করে অস্ট্রেলিয়া। এর জন্য কয়েক বছর আগে ফ্রান্সের সঙ্গে করা চার হাজার কোটি মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করে ক্যানবেরা। এ চুক্তি নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে গত বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ানের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। খবর এএফপির।
এর আগে গত বুধবার উত্তেজনা নিরসনে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফোনালাপের পর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী অক্টোবরের শেষের দিকে দুই দেশের প্রেসিডেন্ট দেখা করতে রাজি হয়েছেন।
ব্লিঙ্কেন হোয়াইট হাউসের বিবৃতি পুনরাবৃত্তি করে বলেছেন, অস্ট্রেলিয়া ফ্রান্সের চুক্তি বাতিল করার পর বিষয়টি নিয়ে মিত্রদের মধ্যে উন্মুক্ত আলোচনার মাধ্যমে উপকৃত হওয়া যাবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘পিঠে ছুরি মারার’ অভিযোগ করেন। তবে ব্লিঙ্কেনের পক্ষ থেকে জ্যঁ-ইভেস লে ড্রিয়ানকে ব্যক্তিগত শ্রদ্ধা জানানোর কথা বলা হয়।
ব্লিঙ্কেন বলেন, ‘আমরা স্বীকার করি যে সম্পর্ক ঠিক করতে সময় ও কঠোর পরিশ্রম লাগবে এবং এটি কেবল কথায় নয়, কাজেও প্রদর্শিত হবে। আমি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’