বনভোজনের আনন্দে বাফেলোর বাংলাদেশিরা
বছরের বেশির ভাগ সময় শীত আর তুষারপাত থাকার পর গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গেই সরব হয়ে উঠছে বাফেলোর বাংলাদেশিরা। বিভিন্ন সংগঠন আয়োজন করছে বনভোজনের। এ ধরনের বনভোজনে অংশগ্রহণ করছেন বাফেলোর সর্বস্তরের বাঙালি। এই বনভোজনে দিনব্যাপী সবাই মেতে থাকেন আড্ডায়, বিভিন্ন ধরনের খেলাধুলায়।
গত কয়েক দিন আগেই ডেরিয়ান লেক স্টেট পার্কে হয়ে গেল মুসলিম উম্মাহ নর্থ আমেরিকার (মুনা) বাফেলো চ্যাপ্টারের বার্ষিক বনভোজন। এতে বাঙালিদের উপস্থিতি ছিল দেখার মতো। আগামী ১ সেপ্টেম্বর আমেরিকান বাংলাদেশি কমিউনিটি অব বাফেলোর (এবিসিবি) আয়োজনে বাফেলো আউটার হারবার স্টেট পার্কে হতে যাচ্ছে বাফেলো বাংলাদেশিদের অন্যতম বড় ও বনভোজন। এই বনভোজনে বাফেলো শহরের মেয়র উপস্থিত থাকবেন।
এ ছাড়া বিভিন্ন ছোট বড় সংগঠনের আয়োজনে বনভোজনের আয়োজন করা হচ্ছে। পারিবারিকভাবে বিভিন্ন পার্কে/বাড়িতে বারবিকিউ করা তো আছেই। বাফেলো শহরের আশপাশে রয়েছে নয়নাভিরাম সমুদ্রসৈকত, হ্রদ, ঝরনা ও পার্ক। গ্রীষ্মে অবকাশ যাপনের জন্য বাফেলোর বাংলাদেশি ছাড়াও অনেক দূর থেকে মানুষজন এসব জায়গায় আসছেন।
এ ধরনের বনভোজন প্রমাণ করে যে বাফেলোর বাংলাদেশিরা আমেরিকার অন্যান্য শহরের বাংলাদেশিদের থেকে পিছিয়ে নেই।
উল্লেখ্য, গ্রীষ্মে বাফেলোতে ঘরের বিনিয়োগ বেড়ে যায়। ঘর কেনার জন্য অনেক দূরের শহর থেকেও মানুষজন আসছেন। সবারই একটা উদ্দেশ্য বাফেলোতে ঘরের দাম বাড়ার আগে আগেই এখানে ঘর বিনিয়োগ করে রেখে দেওয়া।