বাফেলোতে মাইলসের কনসার্ট ১৭ আগস্ট

প্রথমবারের মতো নিউইয়র্কের বাফেলো শহরে আসছে ব্যান্ড দল মাইলস। মাইলসের ৪০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ওয়েস্টার্ন নিউইয়র্কের বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাসকো, ডব্লিউএনওয়াইয়ের আমন্ত্রণে ১৭ আগস্ট এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
১৭ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সুইটহোম হাইস্কুলের মিলনায়তনে (১৯০১ সুইটহোম রোড, বাফেলো নিউইয়র্ক ১৪২২৮) মাইলসের এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে টরন্টোর জনপ্রিয় সংগীত দল ‘সুর’।
কনসার্টের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কনসার্টের সময়সূচি ঘোষণার পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছেন আয়োজকেরা। স্বল্প সংখ্যক ১০ ডলার মূল্যের স্টুডেন্ট টিকিট প্রথমেই শেষ হয়ে যায়। চাহিদা থাকার কারণে সাধারণ ২৫ ডলার মূল্যের টিকিটের সংখ্যা কমিয়ে স্টুডেন্ট টিকিটের সংখ্যা বাড়িয়েছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানিয়েছেন, স্টুডেন্ট বা পরবর্তী বাংলাদেশি প্রজন্মকে আমাদের দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার জন্য তাদের এই প্রচেষ্টা।