বাফেলোয় বাড়ি নিলাম ২৯-৩১ অক্টোবর

বাঙালি অধ্যুষিত নিউইয়র্ক অঙ্গরাজ্যের শহর বাফেলোতে ঘরের নিলাম (সিটি ফোরক্লোজার অকশন) আগামী ২৯-৩১ অক্টোবর বাফেলো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। বাফেলো নগর কর্তৃপক্ষ ইতিমধ্যে তিন দিনব্যাপী এই নিলামের ঘোষণা দিয়েছে।

ঘরবাড়ির দাম কম হওয়ায় বেশ কয়েক বছর যাবৎ ধরেই বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বাফেলো। এক সময়ের পরিত্যক্ত এই শহর বাংলাদেশিদের আনাগোনায় এখন অনেকটাই মুখরিত।

বাংলাদেশি অভিবাসীদের মধ্যে যারা প্রথমদিকে বাফেলোতে এসেছেন, তাদের অনেকেই এখন কয়েকটা করে বাড়ির মালিক। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি অকশন থেকে তারা অনেক কম দামেই বাড়ি কিনতে সক্ষম হয়েছেন।

যেসব ঘরের কর বকেয়া আছে, একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বছর শেষে নগর কর্তৃপক্ষ এসব বাড়ি নিলাম করে থাকে। নিলামে বাজার মূল্য থেকে অনেক কম দামেই সাধারণত ঘর কিনে নেওয়া যায়।

তাই যারা আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে বাফেলোতে বসবাসের মনস্থির করছেন অথবা ঘরের ব্যবসা করার পরিকল্পনা করছেন, তারা এই বছর অনুষ্ঠিত নিলামের দিকে চোখ রাখতে পারেন। তিন দিনব্যাপী এই নিলাম অনুষ্ঠানে বাংলাদেশিদের সরব উপস্থিতিই আশা করা যায়।
নিলামে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের নিলাম সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুন জেনে নিলামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ।