বাবু মার্কুজের সঙ্গে সাক্ষাৎ-সম্ভাষণ

সাক্ষাৎ–সম্ভাষণ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রবাসীরা
সাক্ষাৎ–সম্ভাষণ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রবাসীরা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে ৩ আগস্ট ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক–জ্যাকসন হাইটস ও ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইনকের যৌথ উদ্যোগে এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স অব ওয়াইএমসিএ ও দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গোমেজের সৌজন্যে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়াই ক্লাব মেম্বারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মার্কুস গোমেজ। অন্যান্যের মধ্যে ফাদার তাপস হালদার, ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক-জ্যাকসন হাইটসের প্রেসিডেন্ট জেভিয়ার পলাশ সরকার, প্রবাসী বেঙ্গলি খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দিলীপ গোমেজ, সাইমন গোমেজ, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইনকের চেয়ারম্যান ক্যালভিন মন্ডল, ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক–জ্যাকসন হাইটসের সেক্রেটারি সুখেন যোসেফ গোমেজ, ট্রেজারার স্টিভ ডি সিলভা, ইউথ সেক্রেটারি করনেলিউস জ্যাসি ডি রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।
এমিলি রত্নের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াই সার্ভিস ক্লাব অব নিউইয়র্ক–জ্যাকসন হাইটসের সেক্রেটারি সুখেন যোসেফ গোমেজ। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন দিলীপ গোমেজ, সাইমন গোমেজ, জর্জ মিলন গাইন প্রমুখ।
বাবু মার্কুজ গোমেজ একদিকে এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স অব ওয়াইএমসিএর প্রেসিডেন্ট, আবার তিনি সাউথ এশিয়ার সর্ববৃহৎ ক্রেডিট ইউনিয়ন ও দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর প্রেসিডেন্ট। ১৯৫৫ সালে প্রয়াত ফাদার চার্লস জে ইয়াং, সিএসসি এই ক্রেডিট ইউনিয়নটি প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে বাবু মার্কুস গোমেজ বিশ্বব্যাপী ওয়াইএমসিএ ও ওয়াই ক্লাবের গুরুত্ব তুলে ধরেন এবং ক্লাব সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি উম্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ ইনক চেয়ারম্যান ক্যালভিন মন্ডল বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে মার্কুস গোমেজকে ক্রেস্ট তুলে দেন।
ওয়াই সার্ভিস ক্লাব আমেরিকা বিশ্বের ৯টি ভৌগোলিক অঞ্চলের একটি। এটি ওয়াইএমসিএর সহায়ক ক্লাব হিসেবে বিভিন্ন পরিষেবা দেয়। ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ নিউইয়র্কে নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা। এটি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট আকারে বিভিন্ন সেবামূলক কাজ করে।