বিশ্ববিদ্যালয়ে ১০৫০টি যৌন নিপীড়নের ঘটনা, ৪৯ কোটি ডলারে নিষ্পত্তি

ইউনিভার্সিটি অব মিশিগানের ক্যাম্পাস, মিশিগান অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র।
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান ১ হাজারের বেশি যৌন নিপীড়নের ঘটনা নিষ্পত্তির জন্য ৪৯ কোটি মার্কিন ডলার দিতে রাজি হয়েছে। অভিযোগ যাঁরা তুলেছেন, তাঁরা বলেন, প্রায় চার দশক ধরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের দায়িত্বে থাকা একজন চিকিৎসক তাঁদের যৌন নিপীড়ন করেছেন। খবর এএফপির।

ইউনিভার্সিটি অব মিশিগান ও যৌন নিপীড়নের ঘটনার নিষ্পত্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বুধবার বলেছে, মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয়েছে। যৌন নিপীড়নের শিকার ১ হাজার ৫০ জনের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার ব্যক্তি ও তাঁদের আইনজীবীরা ৪৬ কোটি ডলার কীভাবে ভাগ করা হবে, তা ঠিক করবেন। অবশ্য বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে কিছু বলা হবে না। এ ছাড়া ভবিষ্যতে এমন অভিযোগ নিষ্পত্তির জন্য বাকি তিন কোটি ডলার রেখে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রিজেন্টসের চেয়ারপারসন জর্ডান আকার বলেন, ‘আমরা আশা করছি, ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে এখনো যাঁরা বেঁচে আছেন, এর মাধ্যমে তাঁদের দুঃখ লাঘবের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে দুই বছর আগে প্রথম একজন সাহস নিয়ে এগিয়ে আসার পর যে কাজ শুরু হয়, তা–ও অব্যাহত থাকবে।’
আইনজীবী পারকার স্টিনার বলেন, এক রাত আগে যৌন নিপীড়নের ঘটনা নিষ্পত্তি করার বিষয়টি চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন নিপীড়নের ঘটনায় হওয়া একাধিক মামলায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল। রবার্ট অ্যান্ডারসন নামের চিকিৎসকের বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলেছেন, তাঁদের বেশির ভাগই পুরুষ। স্বাস্থ্য পরীক্ষার সময় এসব মানুষের সঙ্গে রবার্ট অ্যান্ডারসন যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেছেন তাঁরা। তারই ক্ষতিপূরণ চেয়ে করা মামলা নিষ্পত্তি করল বিশ্ববিদ্যালয়।

যৌন নিপীড়নের শিকার প্রায় ২০০ জনের আইনজীবী পারকার স্টিনার। মামলা নিষ্পত্তি হওয়ার পর তিনি বলেন, ‘এটা ছিল অনেক দীর্ঘ ও চ্যালেঞ্জিং এক বিষয়। আমার বিশ্বাস, ক্ষতিপূরণ দিয়ে এভাবে মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে এমন অনেকে ন্যায়বিচার পাবেন, যাঁরা এই যৌন নিপীড়নের ঘটনাটি নিয়ে চুপ থাকেননি।’
১৯৬৬ সালে রবার্ট অ্যান্ডারসন নামের ওই চিকিৎসক ইউনিভার্সিটি অব মিশিগানে যোগ দেন। ২০০৩ সালে অবসরে যাওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয়টির হেলথ সার্ভিস বিভাগের পরিচালক ও ফুটবলসহ বেশ কিছু খেলাধুলার চিকিৎসকের দায়িত্ব পালন করেন। যৌন নিপীড়নে অভিযুক্ত অ্যান্ডারসন ২০০৮ সালে মারা গেছেন।