নিউইয়র্কের ব্রঙ্কসে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুত বাড়ছে। নগরের ব্রঙ্কস কাউন্টিতেই করোনার টিকা প্রদানের হার সবচেয়ে কম। ১৬ আগস্ট পর্যন্ত আগের সাত দিনে ব্রঙ্কসে ১৩ হাজার ৪৮১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের সাত দিনে গড়ে ২০০ জনকে নতুন করে সংক্রমিত হতে দেখা যাচ্ছে।

নিউইয়র্ক নগরের উত্তরের কাউন্টি ব্রঙ্কসে প্রায় আট লাখ লোকজনের বসবাস। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রঙ্কসের মাত্র ৫৫ শতাংশ লোকজন অন্তত এক ডোজ টিকা গ্রহণ করেছে। নগরের অন্য এলাকা থেকে ব্রঙ্কসে টিকা প্রদানের হার কম বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

ব্রঙ্কসের হাসপাতালগুলোতে ৪৩৫টি আইসিইউ বেড রয়েছে। ১৬ আগস্টের হিসেবে, এর মধ্যে ২৩৮টি কোভিড-১৯ নয় এমন রোগীদের দখলে। ১২ জন করোনা রোগী ব্রঙ্কসের হাসপাতালে রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে। ১০৪৬৬ এবং ১০৪৬৪ জিপ কোড এলাকায় নিউইয়র্কের মধ্যে সর্বনিম্ন টিকা গ্রহীতা রয়েছে। মাত্র ৪৬ শতাংশ লোকজন অন্তত এক ডোজ টিকা গ্রহণ করেছে। এসব এলাকায় সংক্রমণ বেশি বাড়ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে কোনো কোনো স্থাপনায় প্রবেশ করার জন্য টিকা প্রদানের প্রমাণপত্র দেখাতে হচ্ছে। ব্যায়ামাগার, বিনোদন কেন্দ্র, হোটেল-রেস্তোরাঁয় প্রবেশের জন্য টিকা প্রদানকে বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বরের পর থেকে বাধ্যতামূলক টিকা আইন লঙ্ঘনকারীদের এক হাজার ডলার করে জরিমানা করা হবে। একাধিক সময়ে আইন লঙ্ঘনের জন্য জরিমানার হার বাড়বে বলে নগরের মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন।

মেয়র ব্লাজিও সংবাদ সম্মেলনে বলেছেন, কারও কাছে ভুয়া টিকা কার্ড পাওয়া গেলে বাহকের বিরুদ্ধে অপরাধ আইনে মামলা করা হবে।