ভাইপার্সকে হারিয়ে শিরোপা জিতল ঢাকা গ্ল্যাডিয়েটর্স

চ্যাম্পিয়ন দলের হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
চ্যাম্পিয়ন দলের হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দিচ্ছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স অপরাজিত চ্যাম্পিয়ন ও ঢাকা ভাইপার্স রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। ১৩ অক্টোবর কুইন্সের স্প্রিংফিল্ডের ইডলিউইল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৬ উইকেটে ঢাকা ভাইপার্সকে পরাজিত করে বিজয়ী হয়।

১৩ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ভাইপার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৬ রান সংগ্রহ করে দলটি। জবাবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৪ উইকেটে ১৬ ওভারে প্রয়োজনীয় ১৩৭ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়।

এবারের বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের রাবি ইন্দার সিং মেহেরা ৩০২ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের মর্যাদা লাভ করেন। টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক উপহার দেন তিনি। একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতকসহ মোট ২০৪ রান করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ঢাকা ভাইপার্সের মাসুদ হক। সর্বোচ্চ উইকেট শিকারিও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। দলটির সার্বজিৎ সিং লাড্ডা ৭ ম্যাচে ১২৫ রান দিয়ে ১৫টি উইকেট শিকার করেন। ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।

খেলা শেষে বিকেলে বিপিএল ইউএসএর সভাপতি সুমন খানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন উৎসব ডটকমের সিইও রায়হান জামান, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মহসীন ননী, বাহলুল সৈয়দ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ আল আমীন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিপিএল ও বিভিন্ন দলের কর্মকর্তাদের পাশাপাশি ক্রিকেটার ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, বিপিএলের কলেবর আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যায়। শুধু ক্রিকেট নয়, সম্মিলিতভাবে ব্যাডমিন্টনসহ অন্য খেলাকেও এগিয়ে নিতে হবে।

রায়হান জামান বলেন, ‘আমরা ভবিষ্যতে বিপিএলকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে চাই। বিপিএল প্রচারে মিডিয়া পার্টনার হিসেবে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা তাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে আমরা আশা করা।’

উল্লেখ্য, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে বিপিএল অনুষ্ঠিত হলো। গতবারের মতো এবারও বিপিএলের মূল স্পনসর ছিল উৎসব ডটকম এবং মিডিয়া পার্টনার ছিল টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা। টাইম টেলিভিশন বিপিএলের ফাইনাল, সেমিফাইনাল ও উদ্বোধনী দিনের খেলাসহ একাধিক খেলা সরাসরি সম্প্রচার করে।