ভাওয়াইয়া উৎসব ২৬ সেপ্টেম্বর
আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন উদ্যাপন কমিটি দুই যুগ ধরে উত্তর আমেরিকায় লোক গানের উৎসব আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ভাওয়াইয়া উৎসব ও পথ মেলার আয়োজন করা হয়েছে। ২৫ জুলাই জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে কমিউনিটি অ্যাকটিভিস্ট ও সংগীত অনুরাগী কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এ লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন রাজনীতিক সিদ্দিকুর রহমান, সুর ছন্দের অধ্যক্ষ ইমদাদুল হক, আবদুর রহমান, মো. কাশেম, আশরাফুজ্জামান, মো. কাজল, শাহাদাত হোসেন, মাহাতাব উদ্দিন, মনিরুল ইসলাম ও নুর ইসলাম।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ সেপ্টেম্বর কুইন্স প্যালেসে সারা দিনব্যাপী এই ভাওয়াইয়া উৎসব ও পথ মেলা অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের লোক সংগীত সম্রাজ্ঞী প্রয়াত পদ্মশ্রী প্রতিমা পাণ্ডে বড়ুয়ার স্মরণে। কাজী সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও নুর ইসলামকে সম্মেলনের সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
এ ছাড়া সম্মেলনের প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. কাজল ও সদস্য মাহাতাব উদ্দীনকে মনোনয়ন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে প্রকাশ করা হবে।
আয়োজক কমিটি জানিয়েছে, সারা দিনব্যাপী পথ মেলা ও ভাওয়াইয়ার সুরের মূর্ছনায় উদ্বেলিত হবে প্রবাসীদের মন এবং নতুন প্রজন্মদের হৃদয়ে জাগরিত হবে লোক সংস্কৃতির বহমান ধারা।