ভেন্যুতেও তালিকাভুক্ত হওয়া যাবে
নজরুল একাডেমি অব ইউএসএ আয়োজিত নজরুল মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। নিউইয়র্ক, কুইন্সের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ (৭৭-০২,৩৭ অ্যাভিনিউ)-এ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণকে উৎসাহিত করতে নজরুল একাডেমি এই অনুষ্ঠানে বয়সভিত্তিক বিভিন্ন শাখায় চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী সবাইকে যোগাযোগ করতে আমন্ত্রণ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
নিচে উল্লেখিত ফোন নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। টেক্সট মেসেজ অথবা সরাসরি টেলিফোনে যোগাযোগ করে শিশু-কিশোরদের নাম, বয়স এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি পূর্বাহ্ণেই তালিকাভুক্ত করার ব্যবস্থা রয়েছে।
নজরুল সংগীত প্রতিযোগিতা: এই পর্বের জন্য প্রাথমিক বাছাই হবে ১৮ আগস্ট দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। বাছাই হবে জুইশ সেন্টার, ৩৭-০৬ ৭৭ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক। যোগাযোগ: রুখশান আরা (৬৪৬-৫৯৫-৮১০০)।
রচনা প্রতিযোগিতা: রচনা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব ২৪ আগস্ট। ওই দিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত বাছাই পর্ব চলবে ৩৭-২১ ৭২ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কের মামুনস টিউটোরিয়ালে। যোগাযোগ: রাজিয়া নাজমী (৯১৭-৭৯০-৯৬৬২)।
আবৃত্তি প্রতিযোগিতা: আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব হবে ২৪ আগস্ট। ৩৭-২১ ৭২ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কের মামুনস টিউটোরিয়ালে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এই পর্ব চলবে। যোগাযোগ: ড. বিলকিস রহমান দোলা (৯২৯-৪৩৮-৯১৫৯)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: চিত্রাঙ্কন প্রতিযোগিতার সরাসরি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। পিএস ৬৯,৭৭-০৩ ৩৭ অ্যাভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পর্ব চলবে। যোগাযোগ: রাগীব আহসান (৩৪৭-৫৭৫-১১৪৩) অথবা কামরুন মনি (৯২৯-৩১২-৯২৫৬)।
প্রতিযোগিতার প্রতিটি শাখায় বয়স অনুসারে দুটি বিভাগ করা হয়েছে। এ নিয়ে তৈরি বিভিন্ন ব্যানারে মেলা সম্পর্কে বিস্তারিত বিবরণ, সময়, স্থান, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর ইত্যাদি দেওয়া আছে। যদি কেউ পূর্বে তালিকাভুক্ত হওয়ার সুযোগ বা সময় না পেয়ে থাকে, তাদের জন্য প্রতিযোগিতার দিন সরাসরি ভেন্যুতে উপস্থিত হয়েও তালিকাভুক্ত হওয়া যাবে।
নজরুল একাডেমির আয়োজকেরা বলেন, ‘আমাদের সন্তান, আমাদের উত্তরসূরি। তাদের বাংলা সাহিত্যের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে দেশের গুণী লেখক, কবি, সাহিত্যিকদের সঙ্গে, রচনাবলী, গান, কবিতার সঙ্গে পরিচিত করে তোলাই আমাদের প্রবীণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য।’