মজুমদার ফাউন্ডেশনের শিক্ষা সরঞ্জাম বিতরণ

কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এই শিক্ষা সরঞ্জাম বিতরণের উদ্বোধন করেন

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করেছে। গত ২৯ আগস্ট বিকেলে উৎসবমুখর পরিবেশে ইউএস কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এই শিক্ষা সরঞ্জাম বিতরণের উদ্বোধন করেন।

ওয়েস্টচেস্টার অ্যাভিনিউয়ের একটি পার্কিং লটে মজুমদার ফাউন্ডেশনের পঞ্চম বার্ষিক শিক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দিয়ে উৎসাহ প্রদান করেন। তিনি নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শুভকামনাসহ তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান।

ইভেন্ট কমিটির সদস্যসচিব মো. শামীম মিয়া ও যুগ্ম সদস্যসচিব রেজা আবদুল্লাহর পরিচালনায় এবং আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী সিটি কাউন্সিলওমেন ভেনেসা গিবসন, অ্যাসেম্বলিওমেন কারিনাজ রেইজ, স্থানীয় কমিউনিটি বোর্ড চেয়ার উইলিয়াম রিভেরা, অ্যাটর্নি ব্রুস ফিশার, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী, সিপিএ আহাদ আলী, সুবাস, ইকনার সাব্বির গুল, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ, মনজুর চৌধুরী, নজরুল হক, এ ইসলাম মামুন, নূর এ আলম, আবদুল গাফফার চৌধুরী, মাহি আহমেদ, জালাল চৌধুরী, এমডি আলাউদ্দিন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় কমিউনিটি ও মূলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম স্পনসর ছিলেন সিপিএ আহাদ আলী।

অনুষ্ঠানে কমিউনিটি লিডার ময়নুল হক চৌধুরী, সাব্বির গুল ও এ ইসলাম মামুন এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে তাসফিয়া মাইশা, ফিদা ফাজিলাতুন, সাদিয়া নওরিন ও আনিসা আনোয়ারকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে নানাভাবে কমিউনিটি সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিকটিমদের সহায়তা প্রদান অন্যতম। প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এবার ১৫০০ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা মজুমদার ফাউন্ডেশনের কল্যাণমুখী কার্যক্রমের জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির সেবায় দীর্ঘ দিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন এন মজুমদার।

নিউইয়র্কে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্কুল শিক্ষাবর্ষের শুরুতেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা সরঞ্জাম একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসব শিক্ষা সরঞ্জামের জন্য অভিভাবকদের অর্থ ব্যয় করতে হয়। বিনা মূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাবকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে এ সংগঠনটি।