মানবাধিকার সম্মেলনে বাংলাদেশি শিশু ফাতিহা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশের খুদে প্রতিভা ফাতিহা আয়াত। ইয়ুথ ফর হিউম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক ছিল জাতিসংঘে এল সালভাদরের স্থায়ী মিশন।
৪৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে ফাতিহা আয়াত ইয়ুথ ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ড. মেরি শাটারওয়ার্থের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে ফাতিহার থিম ছিল ‘হিউম্যান রাইটস ফর চিলড্রেন’। এই বিষয়ে ফাতিহা একটি পোস্টার তৈরি করে যাতে শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি শিশুশ্রম, শিশু পাচার ও বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
জাতিসংঘে সিয়েরা লিওনের স্থায়ী প্রতিনিধি ভিক্টোরিয়া সুলিমানি শিশু ফাতিহাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে জানতে চান, ফাতিহা জানে কিনা যে বাংলাকে অনেক আগেই সে দেশের অফিশিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ফাতিহাও তাকে বলে, সুযোগ পেলে সে সেই দেশের শিশুদের জন্যও কাজ করতে চায়। কেননা আজকের শিশুরাই ভবিষ্যতে ওর মত বিশ্ব নেতা, অ্যাস্ট্রোনট, ইঞ্জিনিয়ার হবে। ফাতিহা ইউনিভার্সেল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসে উদ্ধৃত শিশু মানবাধিকারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পূর্ব তিমুরের নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টট হোসে ম্যানুয়েল র্যামোস। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতিসংঘে ঘানা, মলডোভা ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশন্স এশিয়া প্যাসিফিক, হিউম্যানিটারিয়ান ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স ও ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল ডেমোক্র্যাসি।