নিউইয়র্কে ব্যবসার সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসছে মার্কস হোম কেয়ার। নগরীর বিভিন্ন এলাকায় কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি অব্যাহত রেখে স্বদেশিদের সেবায় অনন্য ভূমিকা রাখছে। নগরীর ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় মার্কস হোম কেয়ারের সহযোগিতায় ও ফোবানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি।
১৬ জুলাই বেলা ১১ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আয়োজিত ভ্রাম্যমাণ এ ক্যাম্পে করোনা অ্যান্টিবডি ও করোনায় সংক্রমিত কিনা তা পরীক্ষার জন্য অংশ নেন প্রায় ২৫০ জন মানুষ। এ আয়োজনের যুক্ত ছিল বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব এবং অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন।
মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলীর সমন্বয়ে এ আয়োজনে অন্যদের মধ্যে ছিলেন-ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন, মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ওয়াহিদ কাজী এলিন, বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, সহসভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুল হক, বাংলাদেশ ল' সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সহসভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুর রউফ, মাহবুব আলম, জুনেদ চৌধুরী, আবদুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী, শাহেদ আহমেদ, মঞ্জুর চৌধুরী, সামাদ মিয়া, জালাল চৌধুরী, ইমরান শাহ, জাফর তালুকদার, তৌফিকুর রহমান, মার্কস হোম কেয়ারের কর্মকর্তা কামাল আহমেদ, রায়হান আহমেদ ও মাহাদিউর চৌধুরী প্রমুখ।
উদ্যোক্তারা জানিয়েছেন, মার্কস হোম কেয়ারের সহযোগিতায় ফোবানার চতুর্থ এই ইভেন্টে বিপুলসংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট করিয়েছেন। নির্ধারিত সময়ে কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট ইভেন্ট শেষ করার বাধ্যবাধকতা থাকায় প্রায় ২৫০ জনের টেস্ট করা সম্ভব হয়েছে। কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট করাতে ইচ্ছুকদের নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ব্রঙ্কসে কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট ইভেন্টে অংশগ্রহণকারীরা এক সপ্তাহ পর ৭১৮-৮৫১-৩০০০ নম্বরে বিকেল পাঁচটা থেকে রাত ১১টার মধ্যে কল করলে তাঁদের টেস্টের ফল জানতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, ফোবানা তাদের ব্রঙ্কস ইভেন্ট থেকে সেনসাস কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে সেনসাস কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। ব্রঙ্কস ইভেন্টে ফোবানা ও সেনসাস কর্তৃপক্ষ যৌথভাবে বিপুলসংখ্যক মানুষকে সেনসাসের ফরম পূরণ করান বলে আয়োজকেরা জানিয়েছেন।