আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মিশিগানে করোনায় সংক্রমিত হয়েছে ৬৬০ জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের। রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ৬ হাজার ১০৮ জন এবং সংক্রমণ শনাক্ত হয়েছে ৭২ হাজার ৫০২ জনের। মিশিগান স্টেট স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে রাজ্যে গড়ে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ করোনা পরীক্ষা করিয়েছেন। চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানা গেছে। গত তিন সপ্তাহ ধরে মিশিগানে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে সংক্রমণ গত সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে ১৭ জুলাই পর্যন্ত ৩ হাজার ৫৫৪ জন সংক্রমিত হয়েছে। গত সাত দিনে গড়ে প্রতিদিন ৬০১ জন করোনায় সংক্রমিত হয়েছে। এর আগের সপ্তাহে ছিল গড়ে প্রতিদিন ৪২১ জন। রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষায় ৩ শতাংশেরও বেশি পজিটিভ রিপোর্ট আসছে। আগের তুলনায় হাসপাতালে রোগী ভর্তির হার কমলেও গত দুই সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার ৩৯ শতাংশ বেড়েছে।
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ১৭ জুলাই বলেছেন, চিকিৎসা-সংক্রান্ত কারণ ছাড়া সবাইকে অভ্যন্তরীণ পাবলিক স্পেস ও বাইরের জনসমাগম এলাকায় অবশ্যই মাস্ক পরা উচিৎ।
মিশিগানে এখন মাস্ক পরা আইনগতভাবে বাধ্যতামূলক। যদি কেউ ইচ্ছাকৃত এ আইন লঙ্ঘন করে তবে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে।