মিশিগান স্টেট বিএনপির সেলিম আহমদের সঙ্গে মতবিনিময়

মতবিনিময় সভার মঞ্চে সংগঠনটির নেতৃবৃন্দ
মতবিনিময় সভার মঞ্চে সংগঠনটির নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি স্টেট কমিটির আয়োজনে মিশিগান স্টেট কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হেলফ সেন্টারে ১০ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়।
নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন নিউজার্সি স্টেট বিএনপি উপদেষ্টা সদস্য মোছাব্বির আলী, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, সহসভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ, প্রচার সম্পাদক জাকিরুল চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ খালিদ আলী, শাহীন মোহাম্মদ, লুতফুর রহমান, তাজুল ইসলাম শাহীন, রুহেল আহমদ, কুতুব উদ্দিন, কাজী ওয়াহিদুজ্জামান, তোফায়েল আহমদ, খছরু মিয়া, সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম সাহিন, জুয়েল মুনিম খালিক, জয়নুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সব নেতা-কর্মী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় মিশিগান ও নিউজার্সি স্টেট বিএনপির পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।