মেরী জোবাইদার সমর্থনে ফান্ড রেইজিং ২৬ আগস্ট
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে প্রার্থী মেরী জোবাইদার সমর্থনে ফান্ড রেইজিং অনুষ্ঠান হবে ২৬ আগস্ট। উডসাইডের কুইন্স প্যালেসে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান হবে।
এ অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পর্বও। কিছু অগ্রসর প্রবাসী ও শিল্পীরা এগিয়ে এসেছেন এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের জন্য। সবাইকে এতে যোগ দেওয়ার জন্য ফেসবুকে ইভেন্ট (https://www.facebook.com/events/3532084113484166) খোলা হয়েছে। বাংলাদেশি প্রার্থী মেরী জোবাইদার সমর্থনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।