ম্যানহাটনে গাড়ির গতি ঘণ্টায় ৭ মাইল!

ম্যানহাটন বললেই ব্যাপক গতিময় জীবনের চিত্রই চোখের সামনে ভাসে। কিন্তু সত্য হচ্ছে, নিউইয়র্ক নগরীর এই অঞ্চলেই গতি সবচেয়ে কম, অন্তত যারা গাড়ি চালান, তাদের জন্য। নগরীর পরিবহন বিভাগের তথ্যমতে, গত বছর ম্যানহাটনের ৬০ স্ট্রিটে গাড়ির গড় গতি ছিল ঘণ্টায় মাত্র ৭ মাইল! এ গতি ২০১০ সালের তুলনায় ২৩ শতাংশ কম।
পরিবহন বিভাগের কমিশনার পলি ট্রটেনবার্গের মতে, ম্যানহাটনে গাড়ির গতি এত কম আগে কখনো রেকর্ড করা হয়নি। অন্তত নিকট অতীতে। স্মরণকালে এটিই সবচেয়ে কম গতি।
নিয়মিত কাজের অংশ হিসেবেই নগরীর বিভিন্ন অঞ্চলের সড়কে গাড়ি চলাচলের গতি রেকর্ড করেছে পরিবহন বিভাগ। মূলত নগরীর পাঁচটি বরোয় গাড়ি চলাচলের ধারা বিশ্লেষণের জন্যই পরিবহন বিভাগ এ তথ্য সন্নিবেশ করে থাকে।
সম্প্রতি প্রকাশিত পরিবহন বিভাগের তথ্যমতে, ম্যানহাটনে গাড়ির গতি কম হওয়ায় আগের চেয়ে অনেক কমসংখ্যক গাড়ি মূল বাণিজ্য অঞ্চলে প্রবেশ করতে পারছে। এতে আর্থিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, এ অবস্থার কারণে রাস্তায় চলাচলকারী গাড়ির ধরনও বদলে যাচ্ছে।
এ বিষয়ে পলি ট্রটেনবার্গ নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেন, ‘অনেক কিছুই এর কারণ হিসেবে কাজ করছে। রাস্তায় ট্যাক্সি আছে, উবার আছে, লিফট আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ডেলিভারি পারসনদের নিজস্ব বাহন আছে। এই সবই এই ব্যস্ত অঞ্চলে প্রবেশ করছে, বা প্রবেশের চেষ্টা করছে। ফলে রাস্তায় জট তৈরি হচ্ছে। একই সঙ্গে নগরে পর্যটক ও পথচারীর সংখ্যা বাড়ছে। ফলে গাড়ির গতি কমে আসছে।’
নগরীতে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়াকেও গাড়ির গতি কমার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পরিবহন বিভাগের তথ্যমতে, ২০১০ সালের তুলনায় বিভিন্ন বরোতে নিবন্ধিত গাড়ির সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।