default-image

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, দেশটিতে বৃহস্পতিবার নতুন করে ১ লাখ ২১ হাজার ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত এর আগে চারটি তারিখে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ভেঙেছিল। ৪ নভেম্বর ১ লাখ ২ হাজার ৮৩১ জন, গত ৩০ অক্টোবর ৯৯ হাজার ৩২১, ৩ নভেম্বর ৯১ হাজার ৫৩০ এবং গত ৩১ অক্টোবর ৮৯ হাজার ১২৬ জন শনাক্ত হন।

দেশটিতে এখন পর্যন্ত ৯৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0