default-image

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই মহামারিতে মারা গেছেন প্রায় ৪ হাজার ৫০০ জন। খবর এএফপির।

করোনায় সৃষ্ট স্বাস্থ্যসংকট যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মধ্যে এই প্রথম এক দিনে এ ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেল।

জনস হপকিনসের পরিসংখ্যানে বলা হয়, স্থানীয় সময় গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে মারা গেছেন ৪ হাজার ৪৭০ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ। আর মারা গেছেন ৩ লাখ ৮০ হাজারের বেশি। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি বৃহৎ পরিসরে করোনার টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। তবে সংক্রমণে লাগাম টেনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

কোভিড ট্র্যাকিং প্রজেক্ট বলেছে, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষ। প্রজেক্ট আরও বলেছে, মহামারি শুরুর পর বর্তমানে প্রতি সপ্তাহে আক্রান্ত ব্যক্তি মারাও যাচ্ছেন সর্বোচ্চসংখ্যক।

করোনার নতুন ধরনের (স্ট্রেইন) প্রভাবে সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় মার্কিন কর্তৃপক্ষ গতকাল ঘোষণা করে, বাইরের দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে লোকজনকে অবশ্যই কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে।

বিজ্ঞাপন

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ। আর মারা গেছেন ৩ লাখ ৮০ হাজারের বেশি। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি বৃহৎ পরিসরে করোনার টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। তবে সংক্রমণে লাগাম টেনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ৯০ হাজার মানুষ আক্রান্ত হন। দেশটিতে এক দিনে এত মানুষ সংক্রমিত হওয়ার ঘটনা আর ঘটেনি। ওই বিপুলসংখ্যক মানুষ সংক্রমিত হওয়ার পাশাপাশি একই দিন মারা যান ৩ হাজার ৬৭৬ জন।

যুক্তরাষ্ট্রের প্রায় ৯৩ লাখ মানুষ ইতিমধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত বছরের শেষে দুই কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের। কিন্তু ওই সময়ে যত মানুষকে টিকা দেওয়া হয়েছে, তা লক্ষ্যের ধারেকাছে নেই। যদিও দেশজুড়ে ২ কোটি ২১ লাখ ডোজের বেশি টিকা সরবরাহ করা হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্ক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুক্রবার ট্রাম্পের টিকাদান কর্মসূচির সমালোচনা করে বাইডেন একে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ফাইজার ও মডার্নার টিকার অনুমোদন দেয়। প্রথম ডোজের তিন সপ্তাহ পর ফাইজার ও চার সপ্তাহ পর মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন