যুক্তরাষ্ট্রে কোভিড রোগীর চিকিৎসায় প্লাজমার অনুমোদন

কোভিড-১৯ রোগীর চিকিৎসায় প্লাজমা ব্যবহারের জন্য চিকিৎসকদের জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এক ঘোষণায় এ অনুমোদন দেয়। খবর সিএনএনের।

ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এম এ খান প্রথম আলোকে আজ সোমবার বলেন, রক্তের জলীয় অংশকে বলে প্লাজমা। তিন ধরনের কণিকা বাদ দিলে রক্তের বাকি অংশ রক্তরস। কোনো মেরুদণ্ডী প্রাণীর শরীরের রক্তের প্রায় ৫৫ শতাংশই হলো রক্তরস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন, ‘চীনের ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এ রকম একটি ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এটি আমাদের অসংখ্য জীবন বাঁচাবে।’

ট্রাম্প বলেন, আজকের পর থেকে অনেকের চিকিৎসার সুযোগ বাড়বে।

গত মার্চের শেষ দিকে এফডিএ প্লাজমার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয় বিজ্ঞানীদের। এরপর থেকে এর প্রয়োগ শুরুও হয়। তবে রক্তের মতোই প্লাজমার সংকট রয়েছে। কারণ, এটা অবশ্যই দাতাদের কাছে থেকে আসতে হবে, যিনি কিনা এ রোগ থেকে সেরে উঠেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন, ‘চীনের ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এ রকম একটি ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এটি আমাদের অসংখ্য জীবন বাঁচাবে।’

ট্রাম্প বলেন, আজকের পর থেকে অনেকের চিকিৎসার সুযোগ বাড়বে।

গত মার্চের শেষ দিকে এফডিএ প্লাজমার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয় বিজ্ঞানীদের। এরপর থেকে এর প্রয়োগ শুরুও হয়। তবে রক্তের মতোই প্লাজমার সংকট রয়েছে। কারণ, এটা অবশ্যই দাতাদের কাছে থেকে আসতে হবে, যিনি কিনা এ রোগ থেকে সেরে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের পাওয়া উপাত্তে দেখেছি, যেসব রোগীকে শুরুতেই বা রোগ নির্ণয়ের তিন দিনের মধ্যে প্লাজমা দেওয়া হয়েছে, তাঁদের সেরে ওঠার হার বেশি। অন্তত ৩৫ শতাংশ রোগী ভালো হয়েছেন এ চিকিৎসায়।’