যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের সলোমন শহর থেকে চলতি সপ্তাহে ১৩০টি গরু ও বাছুর হারিয়ে গেছে। রাজ্যের গবাদিপশুবিষয়ক কর্মকর্তারা গত বুধবার এ কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানায়, এ সপ্তাহে আইডাহো ফলসের পূর্ব দিকে একটি খামারের ২৫ জোড়া গরু-বাছুর মাঠে ঘাস খাওয়ার একপর্যায়ে হারিয়ে যায়। এগুলোর কানে শনাক্তকরণ ট্যাগ লাগানো ছিল। আরও একজন খামারি গত সোমবার তাঁর ৮২টি গবাদিপশু হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
রয়টার্স