আনাতোলি আন্তোনভ আরও বলেন, যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্গের মতো। মূলত রুশ দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে। দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন।
আনাতোলি আন্তোনভ জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রুশ দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন। রুশ কূটনীতিকদের প্রলুব্ধ করতে তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন মার্কিন গোয়েন্দারা।
অভিযোগের বিষয়ে সিআইএ ও এফবিআইয়ের বক্তব্য জানার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু সিআইএ ও এফবিআইয়ের কাছ থেকে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনে হামলার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে তিক্ততা চলে আসছে। ইউক্রেনে রুশ হামলার পর এ তিক্ততা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মার্চ মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে।