যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গোলাগুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরতলিতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন। গোলাগুলির পর সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
টেনেসির পুলিশ কর্মকর্তা ডেল লেন জানান, সুপার মার্কেটে গুলির খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে পৌঁছে লোকজনকে উদ্ধারে কাজ শুরু করেন পুলিশের সদস্যরা। অনেকেই গুলি থেকে বাঁচতে ফ্রিজ ও লকারে লুকিয়ে ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সুপার মার্কেটে চালানো এই হামলায় একজনই জড়িত ছিলেন বলে মনে করছেন ডেল লেন। তিনি জানান, মার্কেটের বাইরে একটি গাড়ি পার্কিংয়ের স্থানে তাঁর মরদেহটি পাওয়া যায়। সন্দেহভাজন ওই হামলাকারীর মরদেহটি তাঁর গাড়ির মধ্যে ছিল বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।
গোলাগুলির ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সাংবাদিকদের পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘হামলাকারীর গাড়ি ও তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশির জন্য বিশেষ কিছু সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। আমরা সেগুলোর জন্য অপেক্ষা করছি।’
এদিকে হামলার ঘটনায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ডেল লেন। তাঁদের সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে হামলার কোনো কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।