যুক্তরাষ্ট্র আ.লীগের সংবাদ সম্মেলনে হট্টগোল

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মিট দ্য প্রেসে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। মিট দ্য প্রেস শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের ওপর চড়াও হন কার্যনির্বাহী সদস্য নুরুল আফসার।

এ সময় আবদুস সামাদ আজাদের শার্টের কলার ধরে নুরুল আফসার বলেন, ‘মিল্কি হত্যা মামলার আসামি আপনাদের সঙ্গে মিটিং করতে পারে, ব্যাংক লুটেরা আপনার পাশে বসতে পারে আর আমাদের দাওয়াত দিতে মনে থাকে না। বাইরে আয়।’

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সক্রিয় কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কাদের লস্কর সবাইকে শান্ত করেন।

ব্যাংক লুটেরা বলতে আপনি কাকে বুঝিয়েছেন—এই প্রশ্নের জবাবে নুরুল আফসার বলেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুট করে এখন নিউইয়র্ক আছেন। দুদকে তাঁর নামে তদন্ত চলছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের বেসমেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয় ১৬ সেপ্টেম্বর রাত নয়টায়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘নিজাম চৌধুরী আইনের দৃষ্টিতে অপরাধী নন। তিনি দলের নেত্রী শেখ হাসিনা ঘোষিত যুগ্ম সাধারণ সম্পাদক। তাই তিনি আমার পাশে থাকতে পারেন। মিল্কি হত্যা মামলার আসামি হতে পারেন, কিন্তু এখনো শাস্তি পাননি। তাই আমি দলের সভাপতি হিসেবে আমার সঙ্গে অনেকেই দেখা করতে পারেন।’