default-image

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা অভিযোগ করেছেন, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের হুমকির বিষয়টি চেপে যেতে তাঁকে চাপ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযোগকারী জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সদস্য। এই সংস্থারই নেতৃত্ব তাঁকে চাপ দিয়েছিল বলে তাঁর অভিযোগ।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের হুমকির বিষয়টি চেপে যেতে চাপ দেওয়ার কারণ হিসেবে বলা হয়, এটি প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) জন্য ভালো নয়।

বিজ্ঞাপন

নির্বাচনে রুশ হস্তক্ষেপের হুমকিসহ অন্যান্য বিষয়ের গোয়েন্দা প্রতিবেদন পরিবর্তন করতে অস্বীকৃতি জানান অভিযোগকারী কর্মকর্তা ব্রায়ান মারফি। এ জন্য তাঁর পদের অবনমন ঘটানো হয়।

ব্রায়ান মারফির ভাষ্য, তাঁকে তাঁর সংস্থার নেতৃত্ব যেসব নির্দেশনা দিয়েছিল, তা অবৈধ।

হোয়াইট হাউস ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ব্রায়ান মারফির করা অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

ব্রায়ান মারফি ‘হুইসেলব্লোয়ার’ অভিযোগ হিসেবে তাঁর অভিযোগগুলো জমা দেন।

ব্রায়ান মারফির করা অভিযোগ প্রকাশ করেছে ডেমোক্রেটিক নেতৃত্বাধীন হাউস ইনটেলিজেন্স কমিটি।

হাউস ইনটেলিজেন্স কমিটি ব্রায়ান মারফিকে চলতি মাসের শেষ দিকে কংগ্রেসের শুনানিতে সাক্ষ্য দিতে আসতে বলেছে।

মন্তব্য পড়ুন 0