লাগার্ডিয়া বিমানবন্দর থেকে এয়ার ট্রেন চালু হচ্ছে
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরকে এয়ার ট্রেনের মাধ্যমে নগরকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার প্রকল্প অনুমোদন হয়েছে। এর ফলে বদলে যাবে নিউইয়র্ক নগরের কুইন্সসহ আশপাশের এলাকা। ব্যবসা-বাণিজ্য বাড়বে, হ্রাস পাবে যানজট। অভ্যন্তরীণ চলাচলের জন্য ব্যস্ততম লাগার্ডিয়া বিমানবন্দর বিশ্বের আধুনিকতম বিমানবন্দর হিসেবে পরিণত হবে।
গত কয়েক বছর থেকে লাগার্ডিয়া বিমানবন্দর থেকে নগরকেন্দ্রের যোগাযোগে এয়ার ট্রেন চালু করা নিয়ে দুই পক্ষের টানাপোড়েন চলছিল। স্থানীয় আইনপ্রণেতাসহ এলাকাবাসীর পক্ষ থেকে এমন প্রকল্পের বিরোধিতাও করা হয়। পরিবেশ আন্দোলনের লোকজনও এ বিরোধিতায় যোগ দেওয়ায় এমন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে উঠেছিল। গত সপ্তাহে ফেডারেল সরকারের কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এ প্রকল্পটি শুরু করার জন্য সম্মতি দেওয়া হয়েছে। নগরের সিটি ফিল্ড সংলগ্ন উইলেটস পয়েন্টের সঙ্গে লাগার্ডিয়া বিমানবন্দরের এয়ার ট্রেন সংযোগ সৃষ্টি করবে।
২০ জুলাই রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন প্রদানের কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, বিশ্বস্ত, দক্ষ এবং সাশ্রয়ী এ যোগাযোগ প্রকল্প শিগগির বাস্তবায়ন করা হবে। এর মধ্যেই লাগার্ডিয়া বিমানবন্দরের উন্নয়নের জন্য আট বিলিয়ন ডলারের উন্নয়ন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে।