নিউইয়র্কে আঞ্চলিক সংগঠন সম্মিলিত বরিশাল বিভাগবাসীর পক্ষ থেকে প্রয়াত আবদুর রবের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গত ২৯ নভেম্বর নিউইয়র্কের এস্টোরিয়ায় মরহুমের বাসভবনের সামনে তাঁর স্ত্রী স্ত্রী সেলিনা পান্নার হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
গত ২৬ অক্টোবর নিউইয়র্ক এস্টোরিয়া মাউন্ট সিনাই হাসপাতালে আবদুর রব (৭৪) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৯ অক্টোবর জ্যামাইকার মুসলিম সেন্টারে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গত ৩ নভেম্বর মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। সেখানে খুলনায় তাঁকে দাফন করা হয়।
২৯ নভেম্বর চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নীতি নির্ধারক মো. ওয়াদুদ তালুকদার, ডা. আবদুস সবুর, প্রকৌশলী মো. মহসিন, মামুন উর রশিদ, মো. কায়কোবাদ খান, সহসভাপতি কামারুজ্জামান, সাইদুর রহমান, নজরুল আলম চৌধুরী, মো. তরিকুল ইসলাম, জুয়েল লস্কর, আবু জাফর, সবিতা দাশ, সাংগঠনিক সম্পাদক সাথী আহমেদ, নির্বাহী সদস্য টি এম রুহুল আমিন, মাহবুব আলম।
মরহুমের মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা এনায়েত উদ্দিন সরদার, সিনিয়র উপদেষ্টা ও সাবেক সভাপতি এম এল গাজী, ডা. রুমানা সবুর, তাহেরুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর কবির, সিনিয়র সহসভাপতি মো. শাহ আলম প্রমুখ, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিয়া।