সাংসদ মাহফুজুর রহমানকে সন্দ্বীপপ্রবাসীদের সংবর্ধনা

সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমানকে ব্রুকলিনে সংবর্ধনা দিয়েছে তাঁর নির্বাচনী এলাকার জনগণ। ১০ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক সিরাজুদ্দৌলা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল।
অনুষ্ঠানে প্রবাসীদের সবাইকে দেশের কল্যাণে আরও বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানিয়ে মাহফুজুর রহমান বলেন, ‘দেশে এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার কাজ। এ অগ্রযাত্রায় প্রবাসীরাও নানাভাবে অংশ নিতে পারেন।’

মাহফুজুর রহমান সন্দ্বীপের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ও যাতায়াত ব্যবস্থার দুর্ভোগ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘যে উন্নয়নকাজগুলো চলছে, তা শেষ হলে অনেক সমস্যার সমাধান হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি মোহাম্মদ হাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ লুৎফর প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে সাংসদ মাহফুজুর রহমানের নিজ ইউনিয়নের যুক্তরাষ্ট্রপ্রবাসীরা ১১ অক্টোবর ভিন্ন একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে মতবিনিময় করেন। বাউরিয়া জনকল্যাণ সমিতি, নিউইয়র্কের আয়োজনে এ মতবিনিময় হয়। সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ সোসাইটি ইউএসএর সভাপতি আবদুল হান্নান পান্না, বাউরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ গোফরান, বাউরিয়া জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, সন্দ্বীপ সোসাইটি ইউএসএর যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, মোহাম্মদ হুমায়ুন প্রমুখ।