default-image

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রেহোবোত সমুদ্রসৈকতের কাছেই সাইকেল চালাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন বাইডেন। সেই সময় তিনি হঠাৎ পড়ে যান। সেখানে সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এবং সাংবাদিক। এ সময় ৭৯ বছর বয়সী নেতা সাইকেল থেকে পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি ঠিক আছি।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট রাস্তায় পড়ে গেলেও শরীরে কোনো আঘাত পাননি। পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো মেডিকেল পরীক্ষার দরকার নেই জো বাইডেনের। তিনি বাকি দিন নিজের পরিবারের সঙ্গেই কাটাবেন।

এর আগে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছুদিন পরই নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙেছিলেন জো বাইডেন। পরে অবশ্য ২০২১ সালে চিকিৎসকেরা জানিয়েছেন, বাইডেনের শরীর ভালো রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন