সাউথ জার্সি মেট্রো আ.লীগের জাতীয় শোক দিবস পালন ২০ আগস্ট

সভায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা-কর্মীরা
সভায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা-কর্মীরা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট এই সভার আয়োজন করা হয়। সভায় ২০ আগস্ট সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান। সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্লব দেবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া, কামাল হোসেন, আহসান হাবীব, পলাশ চৌধুরী, কাঞ্চন বল, মো. শাহীন, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক, রওশন উদ্দীন, সদস্য জাহাঙ্গীর মাহমুদ, শহীদ খান, হ‌ুমায়ূন শিকদার, জয়ন্ত সিংহ প্রমুখ।
সভায় ২০ আগস্ট সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচি গৃহীত হয়। সভায় নেতারা সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।