সাধ্বী আগ্নেসের পালা গান ২৫ আগস্ট

সাধ্বী আগ্নেসের জীবনভিত্তিক ধর্মীয় গীতিনাট্য ‘সাধ্বী আগ্নেসের পালা গান’ মঞ্চস্থ হবে ২৫ আগস্ট। পালা গানের পরিচালক সুবাস আব্রাহাম ডি’কস্তা বলেন, মেরিল্যান্ডে সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলা হলে বিকেল পাঁচটা থেকে এই পালা গান শুরু হবে।
সহকারী পরিচালক শ্যামল ডি’কস্তা বলেন, পালা গানের সঙ্গে রয়েছে তহবিল সংগ্রহের জন্য লটারির ড্র। যে কেউ লটারি কিনতে পারবেন। অভিনেতা বাবলু ডি’কস্তা বলেন, পালা গান শেষে সবার জন্য রয়েছে নৈশভোজের আয়োজন। পালা গান সবার জন্য উন্মুক্ত। পালা গান রচনা করেছেন ডমিনিক রোজারিও।