সাবেক অ্যাথলেট রকিবকে সংবর্ধনা

অনুষ্ঠানে সাবেক কৃতি খেলোয়াড় ও সংগঠক আবদুর রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান হয়
অনুষ্ঠানে সাবেক কৃতি খেলোয়াড় ও সংগঠক আবদুর রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান হয়

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের লিগ্যাল কমিশনের মেম্বার, সাফের জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব (মন্টু) বলেছেন, এক সময় অ্যাথলেটিকস বিশ্বে বাংলাদেশকে পরিচিতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ আজ সে অবস্থানে নেই। অ্যাথলেটিকসের হৃত গৌরব ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

আবদুর রকিবের আমেরিকা সফর উপলক্ষে ১৩ অক্টোবর সন্ধ্যায় ব্রঙ্কসের একটি পার্টি হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এনজিএফএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইন্‌ক। এনজিএফএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনকের সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি ও স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক জাতীয় খেলোয়াড় বিমল চন্দ্র তরফদার, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সমাজকর্মী ডা. শাহানারা আলী, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাসিম, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান, সাংবাদিক সাখাওয়াত হোসেন, এনজিএফএফ স্কুলের সাবেক শিক্ষক লুত্ফর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ, গোলাম রব্বানী, সাখাওয়াত আলী, আবদুল মুহিত, মখন মিয়া, সফিক উদ্দিন, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম, আবদুর রউফ, ফেরদৌসী বেগম, বিলকিস, ডা. মিতা প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক ক্রীড়াবিদ, রাজনীতিক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক কৃতি খেলোয়াড় ও সংগঠক আবদুর রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনসহ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন আবদুর রকিব। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে প্রবাসীদের। দেশকে আরও এগিয়ে নিতে প্রবাসীসহ সব বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রয়োজন। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অ্যাথলেটিকস দ্রুত জায়গা করে নিচ্ছে। কৃতি খেলোয়াড়ও তৈরি হচ্ছে। আমরা দেশের খেলোয়াড়দের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দেরও মূল্যায়ন করতে চাই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে আবদুর রকিবসহ তাঁর পরিবারের সাত সদস্য জাতীয় পর্যায়ের সাবেক কৃতি অ্যাথলেট। সিলেটে তাঁদের পরিবার অ্যাথলেট পরিবার হিসেবে পরিচিত। সভায় বক্তারা আবদুর রকিবকে অভিনন্দন জানিয়ে প্রবাস থেকে খেলোয়াড়দের দেশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচিত হওয়ার পর আবদুর রকিব ২ অক্টোবর ব্যক্তিগত সফরে নিউইয়র্ক আসেন। এর আগেও আমেরিকা সফরকালে প্রবাসী সাবেক জাতীয় খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অ্যাথলেটিকসে প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণে ইতিপূর্বে তিনি লস অ্যাঞ্জেলেসও সফর করেছেন।