সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের জন্য দোয়া মাহফিল
বাংলাদেশের সাবেক নৌবাহিনীর প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে নিউইয়র্কের স্টার্লিং বাংলাবাজার জামে মসজিদে সম্প্রতি এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দুই ভাতিজা সংগঠনের সভাপতি ইমান খান (ফয়ছল) ও উপদেষ্টা বেলায়েত খান (রিপন), সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ আসকর আলী, সহসভাপতি রুহেল হাসান, সহসাধারণ সম্পাদক সুহেব আহমদ, নুরুল ইসলাম খালেদ, হেদায়তুল ইসলাম, মোহাম্মদ হাসনাত, মোমিন আহমদ চৌধুরী, রাহাত রহমান খান, ইমদাদুল ইসলামসহ আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্টার্লিং বাংলাবাজার জামে মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা কাসেম।