সাহিত্য একাডেমির পিকনিক ১৮ আগস্ট
সাহিত্য একাডেমি ১৮ আগস্ট বনভোজনের আয়োজন করছে। ওই দিন সকাল ১০টায় লং আইল্যান্ডের
বেলমেন্ট পার্কে (সাউদার্ন স্টেট পার্কওয়ে এক্সিট ৩৮, নর্থ ব্যাবিলন, এনওয়াই ১১৭০৩) এ বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, বনভোজনে যাতায়াত ব্যবস্থা নিজস্ব। ব্যক্তিগত দায়িত্বে যোগাযোগ করে অংশগ্রহণকারী কারও সঙ্গে গাড়িতে শেয়ার করতে পারেন যে কেউ। চাঁদার হার ও তা পরিশোধের জন্য রাহাত কাজী শিউলি (917-916-6676) ও উম্মে কুলসুম পপির (646-919-4625) সঙ্গে যোগাযোগ করতে হবে। শিশুদের জন্য কোনো চাঁদা লাগবে না।
লেখক হাসান ফেরদৌসের তত্ত্বাবধানে আড্ডা, বুদ্ধিচর্চা, খেলাধুলা, বোট রাইডিংসহ সারা দিনই লেকের ধারে বিনোদন কার্যক্রম অব্যাহত থাকবে।
আসন্ন বনভোজনে নিউইয়র্কের সব সাহিত্যকর্মীকে অংশগ্রহণ করতে সাহিত্য একাডেমির পক্ষে অনুরোধ করেছেন একাডেমির পরিচালক মোশারফ হোসেন।