নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী এরিক অ্যাডামসকে সমর্থন দিয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)। ৮ আগস্ট কুইন্সে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এক তহবিল সংগ্রহ সমাবেশে অ্যাসাল এই সমর্থন জানায়।
অনুষ্ঠানে সাউথ এশিয়ান-আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এই সমর্থন দক্ষিণ এশিয়ান তৃণমূল ভোটারদের কাছে পৌঁছানোর একটি জোরালো প্রচেষ্টা নিশ্চিত করবে।
মাফ মিসবাহ উদ্দিন বলেন, আমরা এমন একজন মেয়র প্রার্থীকে খুঁজছিলাম, যিনি দক্ষিণ এশীয়দের সমস্যা জানেন, বুঝতে পারেন এবং ক্রমবর্ধমান কমিউনিটি হিসেবে আমাদের ব্যথা অনুভব করেন। আর তিনি হচ্ছেন ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী এরিক অ্যাডামস। তিনি বলেন, অ্যাসাল নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে ছয় চ্যাপ্টারের কর্মীরা এরিক অ্যাডামসকে জয়ী করতে ডোর নকিং, ফোন ব্যাংকিংসহ সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
অ্যাসালের প্রতিষ্ঠাতা বলেন, আমাদের সমর্থন মানে ২ নভেম্বর জয়ী হওয়া। আমরা আশা করি, মেয়র হিসেবে তাঁর কাজে আমাদের কমিউনিটির প্রত্যাশা প্রতিফলিত হবে। আমাদের সমস্যা সমাধানে অবশ্যই মেয়রকে এগিয়ে আসতে হবে।
এরিক অ্যাডামসকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এরিক অ্যাডামসের সঙ্গে ইতিমধ্যেই বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। তিনি নির্বাচিত হলে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে অনেক কিছুই করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসালের লাইফ মেম্বার মহসিন পাটোয়ারী, কুমার কাঁচারলা, মুজিবুল হক, গিয়াস আহমেদ, হারজিত মিনহাস, কাজী ফরিদ আহমেদ, এ কে এম আমরান, জসিম ভূঁইয়া, রেজিনাল্ড রাজাকারনা, মোহাম্মদ মজুমদার, মুজিবুর রহমান মজুমদার, কাজী মনির, ফখরুল আলম, শাহ নেওয়াজ, আজিজ আহমেদ, মিজানুর রহমান, জাকির হোসেন, মোহাম্মদ কে চৌধুরী, জেড মাতালন প্রমুখ।
এই অনুষ্ঠানের স্পনসর ছিল অ্যাসালের ট্রেজারার ও লাইফ মেম্বার আহমেদ শাকিরের নেতৃত্বাধীন নিউইয়র্ক সিটির ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি। জয়েন্ট স্পনসর ছিলেন অ্যাসালের প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন ও অ্যাসাল।