সিরিয়ায় সেই হামলা নিয়ে তদন্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের
সিরিয়ায় ২০১৯ সালে একটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। কিন্তু এসব তথ্য গোপন করেছিল যুক্তরাষ্ট্র। দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে এসব তথ্য প্রকাশের দুই সপ্তাহ পর এ নিয়ে তদন্ত শুরু করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
এ হামলা নিয়ে এর আগে তদন্ত চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে দেশটির সেনা কর্মকর্তা জেনারেল মাইকেল গ্যারেটকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গতকাল সোমবার এ আদেশ দেন তিনি। এ প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ওই হামলার সত্যতা যাচাই ও সেখানকার পরিস্থিতি নিয়ে আরও তদন্তের নির্দেশ দিয়েছেন অস্টিন।
জন কিরবি বলেন, এ নিয়ে তদন্তের জন্য জেনারেল গ্যারেটকে তিন মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ে তিনি হামলায় বেসামরিক নাগরিক নিহত, যুদ্ধসংক্রান্ত আইনের সঙ্গে এর সংগতি, হামলা নিয়ে যথাযথ হিসাব রাখা ও এ বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছিল কি না, তা যাচাই করবেন গ্যারেট।
যুক্তরাষ্ট্রের ওই হামলা নিয়ে নভেম্বরের মাঝামাঝি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। তাতে বলা হয়, ২০১৯ সালের ১৮ মার্চের ওই হামলায় নারী, শিশুসহ ৭০ জন নিহত হয়। বাঘুজে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি লক্ষ্য করে তিন দফায় মার্কিন বিশেষ বাহিনী এ হামলা চালিয়েছিল।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আইএস–বিরোধী লড়াই ওই হামলা ছিল সবচেয়ে বেশি বেসামরিক মানুষ নিহতের ঘটনা। কিন্তু মার্কিন সামরিক বাহিনী কখনোই প্রকাশ্যে এ হামলার কথা স্বীকার করেনি। এমনকি ওই বিমান হামলায় প্রাণহানির সংখ্যা কম করে দেখানো হয়েছিল।