স্বদেশ ফোরামের প্রীতি সম্মিলন ১ নভেম্বর
নিউইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরামের আয়োজনে প্রীতি সম্মিলন ২০১৯ এর আয়োজন করা হচ্ছে। আগামী ১ নভেম্বর শুক্রবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এ প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে।
এবারের প্রীতি সম্মিলনে সম্মানিত গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোসাইটি অব আমেরিকার সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী ও ইউএস বাংলা ফাউন্ডেশনের সভাপতি তারেক হাসান খান। এতে সভাপতিত্ব করবেন স্বদেশ ফোরামের সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি