default-image

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দুজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রবি ও সোমবার মিডোস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গী ছিলেন। এমনকি গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রচারশিবিরে নৈশপার্টিতেও ছিলেন তিনি। সেখানে ট্রাম্পের পরিবারের সদস্যদের খুব কাছাকাছি ছিলেন তিনি। সেই রাতে হোয়াইট হাউস ভোটের ফল দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

সেই রাতে মিডোসের আশপাশে থাকা স্টাফদের সংক্রমিত হওয়ার আশঙ্কায় সতর্ক করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ বলেন, শরীরের তাপমাত্রা মাপা হবে এবং সতর্কতা অবলম্বন করা হবে। প্রাথমিকভাবে হোটেলে এই অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। কারণ, বদ্ধ স্থানে সমাগমের ওপর স্থানীয় বিধিনিষেধ আরোপ আছে। পাশাপাশি এটি করলে বড় অঙ্কের জরিমানাও হতে পারত।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, দেশটিতে সেদিন নতুন করে ১ লাখ ২১ হাজার ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

মন্তব্য পড়ুন 0