৫০ বছর ধরে প্রতিদিন বার্গার খাচ্ছেন তিনি

নিজের খাওয়া বার্গারের কয়েকটি মোড়কের সামনে ডোনাল্ড গোরস্ক
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে

চিকিৎসক আর পুষ্টিবিদদের মতে, জাংক ফুড খাওয়া উচিত নয়। এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে তাঁদের এমন পরামর্শ হয়তো ডোনাল্ড গোরস্কের সঙ্গে যায় না। তিনি বার্গার খেতে এতটাই পছন্দ করেন যে পাঁচ দশক ধরে প্রতিদিন প্রায় দুটো বার্গার সাবাড় করেছেন ডোনাল্ড।

এত এত বার্গার খেয়েও দিব্যি সুস্থ-সবল তিনি। এই কীর্তির জন্য ডোনাল্ড গোরস্কের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। এমন অভ্যাসের কারণে তাঁকে ‘বার্গার কিং’ নামে ডাকা হয়।

গিনেসের ওয়েবসাইটের তথ্য, ডোনাল্ডের বাড়ি যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের ফন্ড দু ল্যাক শহরে। ম্যাকডোনাল্ডসের বার্গার তাঁর ভীষণ পছন্দ। ডোনাল্ডের ভাষায়, এই প্রতিষ্ঠানের বার্গার দুনিয়ায় সেরা। গত শতকের সত্তরের দশকের শুরুর দিক থেকে তিনি প্রতিদিন ম্যাকডোনাল্ডসের হামবার্গার খেতে শুরু করেন। এর পর থেকে গত ৫০ বছরে তিনি প্রতিদিন গড়ে দুটি বার্গার খেয়েছেন। জমিয়েছেন বার্গারের মোড়ক।

গত বছরের ২১ আগস্ট গিনেস বুকে নাম ওঠে ডোনাল্ডের। এতে বলা হয়, তিনি পাঁচ দশকে সব মিলিয়ে ৩২ হাজার ৩৪০টি বার্গার খেয়েছেন। তাঁর মতো এত বেশি বার্গার আর কেউ খাননি।

১৭ মে তিনি এই স্বীকৃতি ও বার্গার খাওয়া শুরুর ৫০ বছর উদ্‌যাপন করেছেন। এদিন তিনি নিজের শহরে ম্যাকডোনাল্ডসের শাখায় গিয়ে বার্গার খান। ১৯৭২ সালে এই শাখা থেকেই তিনি প্রতিদিন বার্গার খাওয়া শুরু করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে ডোনাল্ড জানান, দিনে গড়ে দুটি বার্গার খেলেও অসুস্থ হননি তিনি। জীবনের বাকি দিনগুলোয় প্রতিদিন বার্গার খেতে চান তিনি।