মাদকাসক্তি ঠেকাতে পরিবার থেকে আসতে হবে প্রতিরোধ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গতকাল রোববার দেশের ২২টি জেলা শহরে মুক্ত সংলাপসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’ শীর্ষক মুক্ত সংলাপে বক্তারা মাদকাসক্তি ঠেকাতে প্রথম প্রতিরোধ পরিবার থেকেই আসতে হবে বলে তাঁদের অভিমত ব্যক্ত করেন। সংলাপ ও সার্বিক কর্মকাণ্ডে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা:
বিকেল পাঁচটায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি কক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসানের সভাপতিত্বে আলোচনায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে বক্তৃতা দেন অধ্যাপক জাফর ইমাম, সিভিল সার্জন গোলাম মর্তুজা শিকদার, পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোল্লা আজাদ, শেখ আবদুল কাইয়ুম, মকবুল হোসেন, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ, শেখ দিদারুল আলম, আফরোজা আকতার, মোমিনুল ইসলাম, অধ্যক্ষ এম এ কাইয়ুম, অধ্যাপক নাসরিন হায়দার ও বন্ধুসভার মনোজ মজুমদার।
বরিশাল:
বিকেল চারটায় অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেয়েদের সঙ্গে বন্ধুসভা বরিশালের মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশালের সভানেত্রী রাবেয়া খাতুন। খেলা পরিচালনা করেন নাসরিন জাহান, শিক্ষক দেলোয়ারা বেগম।
পরে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহনেওয়াজ, জীবনকৃষ্ণ দে, নজরুল ইসলাম, এস এম ইকবাল, শংকর কুমার পাল, কাজল ঘোষ, মিজানুর রহমান, জেসমিন নাহার, বন্ধুসভার সভাপতি মো. রাশেদুজ্জামান। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে স্মারক তুলে দেন নজরুল ইসলাম এবং অপরাজেয় বাংলাদেশ বন্ধুসভার সদস্যদের হাতে স্মারক তুলে দেন রাবেয়া খাতুন, মো. শাহনেওয়াজ ও শংকর কুমার পাল।
ফরিদপুর:
বিকেল চারটায় মুক্ত সংলাপে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, মাদকাসক্তি ঠেকাতে প্রথম প্রতিরোধ পরিবার থেকেই আসতে হবে। সভায় বক্তৃতা করেন ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী, তপন কুমার বিশ্বাস, মুকুল জ্যোতি চাকমা, আজহারুল ইসলাম, খাদিজা বেগম, মিসবাহুল হক, আকবর হোসেন, রঞ্জন নাথ, তাসলিম হাসান, মুশফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা ও ধন্যবাদ জানান বন্ধুসভার সাধারণ সম্পাদক সঞ্জীব মালো। লিফলেট পাঠ করেন বন্ধুসভার রেজাউল ইসলাম। উপস্থাপনা করেন বন্ধুসভার মো. গিয়াসউদ্দীন।
কুষ্টিয়া:
জেলা পরিষদ মিলনায়তনে বিকেলে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক শফিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ মিজানুল হক, খন্দকার রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান, গোলাম মহাসীন প্রমুখ। বক্তারা মাদকমুক্ত পরিবার গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সকালে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা শহরের কয়েকটি স্কুল ও কলেজে মাদকবিরোধী লিফলেট, স্টিকার ও পোস্টার বিতরণ করেন।
রংপুর:
‘মাদক সেবন করতে করতে জীবনের শেষপ্রান্তে এসেছিলাম। নেশা করার টাকা জোগাড় করতে বউয়ের শাড়ি, গয়নাসহ সব আসবাব বিক্রি করেছি। নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছি। এত কিছুর পরও আমার স্ত্রী আমাকে ছেড়ে যায়নি। অসম্ভব কষ্ট আর যন্ত্রণা সহ্য করে স্ত্রীই আমাকে সুস্থ করে তোলে।’ মাদকের অভিশপ্ত জীবন থেকে পুনরায় আলোর পথে ফিরে আসা রংপুরের প্রকৌশলী হাফিজুর রহমান এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বললেন।
দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্ত আলোচনায় অংশ নেন মলয় কিশোর ভট্টাচার্য, মফিজুল ইসলাম, শাহ আলম, আনোয়ারুল ইসলাম, মোখলেছুর রহমান, গুলশান আরা ইয়াছমীন, শান্ত নুরুন্নবী, জাবিদ হোসেন, সুধীর, কামরুজ্জামান, নাজমুল আলম, বন্ধুসভার নিশাত, আরেফীন, সত্যজিত্ ঘোষ প্রমুখ।
কুড়িগ্রাম:
সকাল নয়টায় কলেজ মোড়ে মানববন্ধন ও ১১টায় প্রেসক্লাবে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে যাঁরা কখনো মাদক গ্রহণ করেননি এমন ২০ জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁরা হলেন—সামিউল হক, রাজু মোস্তাফিজ, আহসান হাবিব, আবদুল খালেক, ফজলে ইলাহী, মুকুল, কৃষ্ণন চন্দ্র, সেলিম সরকার, বায়েদ প্রমুখ।
সংলাপে অংশ নেন শিক্ষার্থী মো. আশরাফুল, সেলিম সরকার, মনিরুজ্জামান, কুমকুম, সুইটি, আলো, শাহানারা বেগম, মোখলেছুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আবদুল খালেক, আহসান হাবীব, কৃষ্ণন চন্দ্র, আতিকুল ইসলাম, নুরুনবী খন্দকার, আবদুল হাই, মো. শাহাবুদ্দিন, সামিউল হক ও প্রথম আলোর কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক সফি খান। আবদুল হাই বলেন, সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন দূর করতে পারলে মাদকও বন্ধ হবে।
রাজশাহী:
নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মাদকবিরোধী মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে চারঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওরা ১১ জন’-এর পক্ষ থেকে মাদকবিরোধী জারি পরিবেশন করা হয়। আলোচনায় অংশ নেন প্রভাষক নিতাই কুমার সাহা, বীর প্রতীক নূর হামীম, নাজমূল হক, সুলতানা ইশরাত জাহান, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ প্রমুখ। বন্ধুসভার মনিরা রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম:
সংলাপে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অলক পাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আদনান মান্নান, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, কাউন্সিলর রেহেনা বেগম, সাংবাদিক নাজিমউদ্দিন, চট্টগ্রাম মেট্রো রিহ্যাব অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি মৃদুল কান্তি দে প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আনোয়ারা আলম বন্ধুসভার উপস্থিত সদস্যদের মাদককে বর্জন করার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুক্ত আলোচনার ফাঁকে ফাঁকে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভা সাংস্কৃতিক দলের সদস্যরা। মাদকবিরোধী অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আগ্রাবাদ মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, খুলশী থানা বন্ধুসভা শাখা এবং চট্টগ্রামের বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্যরা।
কক্সবাজার:
কক্সবাজার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমার সীমান্তপথে ইয়াবাসহ মাদক পাচার, মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি ও মাদক প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) অজয় ঘোষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরাজী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, প্রবীণ শিক্ষক মো. নাসিরউদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান, নাট্যকর্মী চন্দন কান্তি দাশ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা, প্রকৌশলী কানন পাল, কলেজশিক্ষক সানোয়ারা বেগম, মাদক নিরাময় কেন্দ্র নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম, অর্থনীতি ক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ। শেষে শহীদ মিনার চত্বরে উপস্থিত সবাই হাত তুলে মাদকমুক্ত সুস্থ পরিবার প্রতিষ্ঠার শপথ নেন। শপথবাক্য পাঠ করান ফজলুল করিম।
নোয়াখালী:
মাদকের ভয়াবহতা ও পারিবারিক জীবনে এর প্রভাবের কথা উল্লেখ করে নোয়াখালী শহরকে মাদকমুক্ত করার ঘোষণা দেন মেয়র হারুনুর রশীদ। নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক আবু নাছেরের সঞ্চালনায় মুক্ত সংলাপে অংশ নেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মোছলে উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ মোয়ারফ হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল ও প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম।
রাঙামাটি:
রাঙামাটি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ রক্ষায় প্রথম আলোর উদ্যোগের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
রাঙামাটি বন্ধুসভার সভাপতি উচাচিং মারমার সঞ্চালনে মুক্ত সংলাপে অংশ নেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আবদুস জাহের, পদার্থবিজ্ঞানের দীননাথ দে, প্রদীপ কুমার দেব ও কয়েকজন শিক্ষার্থী। সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. ইউনুস।
জামালপুর:
সংলাপে বক্তারা বলেন, মাদকের ছোবলে তরুণ ও যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে যুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বড় শক্তি। ছাত্র-অভিভাবক-শিক্ষকসহ সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বক্তারা মাদকের বিরুদ্ধে প্রথম আলোর এ ধরনের আয়োজন গ্রামেও করার পরামর্শ দেন। সংলাপে বক্তব্য দেন সাযযাদ আনসারী, রাশিদা ফারুকী, এস এম আতিকুর রহমান, আ ন ম নুরুল আলম লাইলি বেগম, আনোয়ারুল ইসলাম, ইয়াসির আরাফাত, মাহবুবা হক, রাবাব জাহেদী প্রমুখ।
সংলাপ সঞ্চালনা করেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু ও জামালপুর বন্ধুসভার আহ্বায়ক সোহেল রহমান। পরে সংগীত পরিবেশন করা হয়।
সিলেট:
মাদকবিরোধী মুক্ত সংলাপে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ মাদকের ভয়াবহতা সম্পর্কে নিজেদের মত তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে প্রথম আলোর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা সব ধরনের নেশা থেকে বেরিয়ে এসে সুন্দর সমাজ গঠনে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। শেষে সংলাপে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলেন।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক হাবিবুর রহমান মিলনায়তনে সংলাপে অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন, শুভেন্দু এমাদ উল্লাহ, শহীদুল ইসলাম, আরশ আলী, সুরেশ রঞ্জন বসাক, রফিকুর রহমান, ফারুক মাহমুদ চৌধুরী প্রমুখ। বন্ধুসভা সিলেটের সদস্য চৌধুরী মাহবুব পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুখ্য বিচারিক হাকিম শামসুদ্দীন মাসুম, মোকাদ্দেস বাবুল, নিরঞ্জন দে, মোস্তাক আহমাদ, নীরেশ চন্দ্র দাশ, বিজয় কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।
কুমিল্লা:
মুক্ত সংলাপে বক্তারা বলেন, সুষ্ঠু সংস্কৃতিচর্চার মাধ্যমে পরিবারকে মাদকমুক্ত রাখতে হবে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে নজরদারি বাড়াতে হবে। আর বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, আমীর আলী চৌধুরী, মশিউর রহমান, পাপড়ি বসু, ফাহমিদা জেবিন, শাহ মো. আলমগীর খান, দিলনাশি মোহসেন, মাহমুদা আক্তার, আয়েশা সিদ্দিকা, মহিউদ্দিন লিটন, নূরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান কুণ্ডু গোপীদাস।
কিশোরগঞ্জ:
সরকারি গুরুদয়াল কলেজের শহীদ স্মৃতিস্তম্ভে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্ত সংলাপে অংশ নেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী, উপাধ্যক্ষ ফজলুল হক সাগর, সুশীল কুমার শীল, সামিউল হক প্রমুখ। মুক্ত আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ:
শিল্পকলা একাডেমীর সভাকক্ষে আয়োজিত মুক্ত সংলাপে বক্তারা বলেন, মাদক নয়, ভালো কাজের প্রতি আসক্ত হতে হবে। সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। তরুণ ও যুবসমাজকে বাঁচাতে হবে। সংলাপে বক্তব্য দেন সুখেন চন্দ্র ব্যানার্জি, আবদুল কাদের মোল্লা, নাসির উদ্দিন, জাহাঙ্গীর সরকার, শাহজাহান গাজী, আলী আকবর, সাইদুর রহমান, সালমা মুস্তারী প্রমুখ।