স্বামীর মৃত্যুর খবরে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন ভুবন চন্দ্র শীলের স্ত্রী রত্না রানী শীল। পাশে তাঁদের মেয়ে ভূমিকা রানী শীল। পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা, ২৫ সেপ্টেম্বরছবি: আশরাফুল আলম
ঢাকার রাস্তায় এলোপাতাড়ি গুলি ‘আর কোনো সন্তানের বাবার যেন এমন পরিণতি না হয়’
‘কে গুলি করেছে জানি না। আমার স্বামী তো চলেই গেল। যারা গুলি করেছে, তাদের বিচারটা যেন হয়,’ বলেছেন ঢাকার রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ভুবন চন্দ্র শীলের স্ত্রী রত্না রানী শীল।