Thank you for trying Sticky AMP!!

অধ্যাপক হলেন ৪০৯ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় সহযোগী অধ্যাপকদের পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়। তবে পদোন্নতি পেলেও আপাতত তাঁদের আগের পদেই থাকতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগ দিয়ে আগের পদে দায়িত্ব পালন করবেন। শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা অবস্থায় যাঁরা পদোন্নতি পেয়েছেন, তাঁরা ছুটি শেষে পদোন্নতি পাওয়া পদে যোগ দেবেন।