Thank you for trying Sticky AMP!!

অনুমতি ছাড়া ঢাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন ড্রোন উড্ডয়ন করে থাকেন। যেকোনো ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন আইনত দণ্ডনীয় অপরাধ। তা ছাড়া অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে।

এ অবস্থায় ‘জননিরাপত্তা অক্ষুণ্ন’ রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন না ওড়াতে সবাইকে অনুরোধ করা হয়েছে।